না.গঞ্জ আইনজীবী ফোরামের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১৭:২৩| আপডেট : ১১ জুন ২০১৭, ১৭:২৫
অ- অ+

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাহাতাব উদ্দিন খোকনের ঘোষিত অগণতান্ত্রিক স্বৈরাচারী কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একাংশের আইনজীবীরা।

রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত চত্বর ঘুরে এসে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আব্দুল বারী ভুইয়া, আব্দুল হামিদ খান ভাসানীসহ বেশ কয়েকজন আইনজীবী নেতা।

তারা নবগঠিত কমিটিকে ‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ আখ্যা দিয়ে বলেন, কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৬৯ জনকে। যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শতাধিক জনকে। যা সম্পূর্ণ গঠনতন্ত্রবিরোধী। আমারা এই কমিটি বিলুপ্ত করে গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন করার দাবি জানান।

আইনজীবী ফোরামের একাংশের বিক্ষোভ মিছিল শেষ হলে নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাসহ সদস্যদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান ওই অংশের নেতাকর্মীরা।

তার বলেন, নবগঠিত কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা