তালায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর ‘আত্মহত্যা’

এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৩:৪৮| আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:২৮
অ- অ+
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে জখম করে এক স্বামী আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আক্তার মোড়ল। আহত ইরানী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ইরানীর ভাই ছকিল উদ্দীন গাজী জানান, রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইরানীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আক্তার। পরে বাড়ির পাশে একটি আমগাছে আক্তার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। আর ওই রাতেই আহত ইরানী বেগমকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহারুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ইরানীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগিগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা