বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৪:২৩| আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:২৭
অ- অ+
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শাহালাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শাহলাল রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

রোকনপুর বিওপি কোম্পানি কোমান্ডার জানান, রবিবার দিবাগত রাতে শাহলাল ভারতে গরু আনতে যান। পরে রাতে রোকনপুর সীমান্তের ২১৯/৪ পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম জাকারিয়া ঢাকাটাইমসকে জানান, শাহালালের কোমরের ডান দিকে গুলি লেগেছে। ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা