মুন্সীগঞ্জে সড়কে গেল বৃদ্ধের প্রাণ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদীবাজার এলাকায় দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নজরুল ঢালী নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তারপুর থেকে আলদী বাজারগামী একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সংঘর্ষ হলে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল ঢালী মারা যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বশার জানান, দুপুর ১২টার দিকে হাসপাতালে আনার আগেই বৃদ্ধ নজরুল মারা যান।
ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন