‘ইজি’র ঈদ ফ্যাশন
ইজি’র বৈশিষ্টই হলো নিজের সঙ্গে প্রতিদ্বন্দিতা। প্রতিটি দিনই ইজি’র কাছে ফ্যাশন দুনিয়া চমকে দেবার মতো নতুন কিছু থাকছেই। আর ইজি’র ঈদ ফ্যাশান মানে যা কেউ এর আগে ভাবতে পারেনি এমন কিছু। আকর্ষণীয় সব পোষাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজি’র আউটলেট গুলো সেজেছে বর্ণিল সাজে। দেশের অন্যতম ফ্যাশন হাউজ “ইজি” ঈদ উপলক্ষ্যে বরাবরের মতোই যোগ করেছে আরো নতুন একটি মাত্রা। “ইজি”র সব ধরনের পোশাকের দাম ও ক্রেতাদের ক্রয় সাধ্যের মধ্যে । তারুণ্যই ইজি’র প্রাণ তাই ফ্যাশান দুনিয়ায় বাংলাদেশী তারুণ্যকে নিত্য নতুন ভাবে উপস্থাপণ করতেই ইজির পথচলা। ইজি’র সকল শো-রুমে এখন পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের সব পোশাক। “ইজি”তে রয়েছে কালারফুল সব টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবী,প্যান্ট ইত্যাদি।
ঢাকা, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ,খুলনা ,বরিশাল ,বগুরা ,নরসিংদী ফেনী, নারায়নগন্জ মাইজদী সহ সারাদেশে ইজির শোরুম রয়েছে। এখানে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। ওয়েব সাইট : www.easyfashionbd.com
ঢাকাটাইমস/১৫জুন/এমইউ
মন্তব্য করুন