সিএনজিতে ২০ গুণ বেশি ভাড়া দিলেন সালমান
মেহবুব স্টুডিও থেকে তাঁর বাড়ি ঢিল ছোঁড়া দূরে। তাই বোধহয় গতকাল টিউবলাইটের প্রমোশন শেষে আর নিজের গাড়িতে বাড়ি ফেরেননি সালমান খান। ফিরে আসেন অটো রিকশা ধরে।
ক্যাটরিনা কাইফকেও দেখা যায় প্রমোশনে। সম্ভবত মেহবুব স্টুডিওয় সালমানের উপস্থিতির খবর পেয়ে ক্যাটরিনা আসেন তাঁর সঙ্গে দেখা করতে।
তবে সালমান অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি দেখা করতে পারেননি ক্যাটরিনার সঙ্গে। তবে তাঁকে তিনি গাড়িতে তুলে দেন। তারপর নিজে অটো ধরে ফিরে আসেন নিজের বাড়িতে।
অটো চালকের মুখে হাসি ধরছিল না।
এমনিতে মেহবুব স্টুডিও থেকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যত দূরে, তাতে ভাড়া হওয়া উচিত মেরে কেটে ৫০ টাকা। কিন্তু সালমানের তো দরাজ হাত। ঝপ করে পকেট থেকে ১০০০ টাকা বার করে দেন তিনি।
সত্যি! ওই সিএনজি চালক কাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল!
ঢাকাটাইমস/১৫জুন/এমইউ
মন্তব্য করুন