ইস্কাটনে জোড়া খুন: আরও একজনের সাক্ষ্যগ্রহণ
এমপিপুত্র পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা জোড়া খুনের মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
বৃহস্পতিবার কামাল মাহমুদ নামে ওই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ মোসা. শামছুন নাহার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ জুলাই দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। সাক্ষ্যগ্রহণের সময় আসামি রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে দুইটার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।
ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে ডিবি পুলিশ। পরে তিন দফা রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে রনিকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে রনির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করেন।
ঢাকাটাইমস/১৫জুন/আরজে/এমআর
মন্তব্য করুন