মাকে হত্যা মামলায় ছেলে রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাকে হত্যা মামলায় মামুন (৩০) নামে এক যুবকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর উপপরিদর্শক নাজমুল হাসান আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা থেকে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মামুন কিছুদিন ধরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। মায়ের ভরণপোষণ দিতে বিরক্তবোধ করতেন। গত ২৭ আগস্ট তার মাকে থাপ্পড় দিয়ে দেওয়ালের সঙ্গে বাড়ি মারেন। এতে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। এরপর সারারাত তাকে বাড়ির বাইরে রাখা হয়। পরের দিন সকালে আশেপাশের ভাড়াটিয়া ও এলাকাবাসী তাকে মৃত দেখতে পান। এ ঘটনায় মামুনকে আসামি করে তার খালাতো ভাই কামাল হোসেন ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২৯ আগস্ট মামুনকে কারাগারে পাঠান আদালত। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

ঢাকা টাইমস/১০ডিসেম্বর/্এস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা