কাপ্তাই বাঁধ রক্ষায় ছাড়া হলো পানি
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি দরজা দিয়ে পানি ছেড়ে দিয়েছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
শুক্রবার রাত আটটার দিকে বাঁধের দরজা খুলে দেওয়া হয় জানিয়েছেন কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আব্দুর রহমান।
তিনি ঢাকাটাইমসকে জানান, হ্রদে বর্তমানে ১১০ এমএসএল (মিন সি লেভেল) এর কাছাকাছি পানি চলে আসায় বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই শুক্রবার ৮ টায় বাঁধের সবকটি দরজা দিয়ে পানি ছাড়া হচ্ছে। তার আগে বাঁধের নিচের অংশের লোকজনদের নিরাপদে থাকতে মাইকিং করা হয়েছে।
গত সপ্তাহে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। এছাড়াও আশে পাশের লেক, নদী ও জলাশয়ে বেড়ে গেছে পানি। ফলে পানির চাপ থেকে বাঁধ রক্ষাতে কর্তৃপক্ষ পানি ছেড়ে দিয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন