ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু
ঝিনাইদহে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় দুজন ও হরিণাকুন্ডু উপজেলায় একজন মারা গেছে।
নিহতরা হলেন- সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামের আমোদ আলীর ছেলে আবুল কাশেম ও ভূটিয়ারগাতী গ্রামের নজা মন্ডলের ছেলে সুজন হোসেন এবং হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের রাধানগর গ্রামের সানার উদ্দিন বিশ্বাসের ছেলে বুলু বিশ্বাস (৫০)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নিজ বাড়ি ও মাঠে বিদ্যুৎচালিত মোটরে পানি তোলার সময় সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল কাশেম ও সুজন হোসেন। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, বুলু বিশ্বাস নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন