কে হচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব?

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ০৯:১২| আপডেট : ১৮ জুন ২০১৭, ০৯:১৫
অ- অ+
ফাইল ছবি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের খালি পদে কে আসছেন- এ নিয়ে এখন কৌতূহল প্রশাসনে। গত ১৪ জুন মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার অবসরে যাওয়ার পর থেকে খালি রয়েছে পদটি। সেখানে নিয়োগ পেতে বিসিএস ’৮৪ ও ’৮৫ ব্যাচের বেশ কজন কর্মকর্তা লবিং-তদবির চলাচ্ছেন বলে জানা গেছে।

তবে ৮৫ ব্যাচের কাউকে ওই পদে বসাতে হলে তাকে পদোন্নতি দিতে হবে। শোনা যাচ্ছে, ৮৫ ব্যাচের কয়েকজনের পদোন্নতির বিষয়টিও প্রক্রিয়াধীন। প্রশাসন সূত্র বলছে, ৮৪ ব্যাচের কাউকে দেয়া হবে, নাকি ৮৫ ব্যাচের কাউকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের খালি পদটি পূরণ করা হবে, সেটি এখনো চূড়ান্ত নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির জন্য বিসিএস ৮৫ ব্যাচের ১১ জনের নামের তালিকা তৈরি হয়েছে। খুব শিগগির তাদের মধ্য থেকে কয়েকজনকে সচিব পদে পদোন্নতি দেয়া হতে পারে। তাদের কাউকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে।

১১ জনের তালিকায় প্রধানমন্ত্রীর দুই পিএস, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হান্নান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের নাম রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। তবে কাকে দেয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর।’

তবে ওই পদে নিয়োগের জন্য এখনো কাউকে প্রস্তাব করা হয়নি বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) ইউসুফ হারুন। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকের দিন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ নিয়ে একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবে সারসংক্ষেপ তৈরি করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে ইউসুফ হারুন বলেন, ’৮৫ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টিও প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি যখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন তখন এটি চূড়ান্ত হবে।’

(ঢাকাটাইমস/১৮জুন/এমএম/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ফুটপাতে গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড় 
শুরুতেই সাজঘরে ফিরে গেলেন তানজিদ তামিম-লিটন দাস, চাপে বাংলাদেশ
মির্জাপুরে অবৈধ ৬ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা 
বিটিআরসির দুই কমিশনারের নিয়োগ বাতিল করল সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা