ডিএমপির উত্তরা বিভাগের নতুন ডিসি মহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১৭:২৫| আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৭:৪৮
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মো. মহিদুল ইসলাম। বর্তমানে তিনি ডিএমপির অর্থ বিভাগের ডিসি হিসেবে কর্মরত আছেন।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির অর্থ বিভাগের ডিসি মহিদুল ইসলামকে উত্তরা বিভাগের ডিসি, কাজী নুসরাত এদীব লুনাকে পিওএম পূর্ব বিভাগের ডিসি এবং কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের সাদেক আহমেদকে ডিএমপির অর্থ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি ছিলেন রওনক জাহান। সম্প্রতি তাকে ডিএমপি থেকে সরিয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। তার জায়গায় উত্তরার ডিসি হলেন মহিদুল ইসলাম। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। পদোন্নতি পেয়ে তিনি (সুপারনিউমারারি) অতিরিক্ত ডিআইজি হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা