গুগলের পিক্সেল টু’র কনসেপ্ট ভিডিও প্রকাশ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২০:১৯| আপডেট : ১৮ জুন ২০১৭, ২০:২৩
অ- অ+

গুগলের আপকার্মিং স্মার্টফোন পিক্সেল টুর কনসেপ্ট ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। ভিডিওতে অনন্য এক ফোনের দেখা মিলছে। ভিডিও অনুযায়ী ফোনটি হবে স্লিম

বেজেলের। এতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা।

কনসেপ্ট ভিডিও অনুযায়ী পিক্সেল ২ ফোনটিতে বড় ডিসপ্লে থাকছে। এতে টু টোন গ্লাস এবং মেটাল বডির তৈরি। ফোনটিতে থিন বেজেল থাকছে। অনেকটা এলজির জি৬ এর মত।

গুগলের নতুন এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই সেন্সর ফোনটির রিয়ার পার্টে থাকবে।

ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে। এই হেডফোন জ্যাক গুগলের আইফোন ৭ এর মত দেখতে।

গুগলের পিক্সেল পিক্সেল ২ ফোনটিতে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে থাকছে। এতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬ জিবি র‌্যামের এই ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে। এর ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেলের।

পিক্সেল ২ ফোনটিতে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফার্স্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে। এছাড়াও ফোনটি আইপি৬৮ সনদ প্রাপ্ত। অথাৎ ফোনটি ধুলোবালি ও পানিরোধী। ফোনটি অ্যানড্রয়েড জিরো অপারেটিং সিস্টেম চালিত।

দেখুন ভিডিও:

(ঢাকাটাইমস/১৮জুন/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা