ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎহীন জেলা কারাগারে নিরাপত্তা শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০১৭, ২০:৪৫ | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ২০:৪২

ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। এতে যেমন নিরাপত্তাব্যবস্থা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে, কেমনি চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্দিরা।

জেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উড়শিউড়ায় আবস্থিত এই কারাগারের ভেতরে স্থাপতি বৈদ্যুতিক ট্রান্সফরমারটি শুক্রবার সকালে বিকল হয়ে যায়। এতে পুরো কারাগার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

কারা কর্মকর্তারা জানান, বিদ্যুৎ না থাকায় সেল, মহিলা ও পুরুষ ওয়ার্ডের বন্দীরা প্রচ- গরমে দুর্ভোগে পড়েছে। বিকল ট্রান্সফরমারটি মেরামতের কাজ চলছে।

জেলা কারাগারের সুপারিনটেন্ড নুরুন্নবী ভূঁইয়া জানান, কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাপ্রহরীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পিডব্লিউডিকে দ্রুত ট্রান্সফরমার মেরামতের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, নিরাপত্তাব্যবস্থা বাড়াতে ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে।

(ঢাকাটাইমস/১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :