গ্রামের বাড়িতে এসি রবিউলকে স্মরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ২১:০২

গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার এসি রবিউল করিম স্মরণে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিগ্রামে শোকর‌্যালি, কবরে শ্রদ্ধাঞ্জলি ও জঙ্গিবিরোধী র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কাটিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে কাটিগ্রাম বাজার প্রদক্ষিণ শেষে তার কবরস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পরিবারের সদস্য, এলাকাবাসী, রবিউলের প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ব্লুমস ও নজরুল বিদ্যা সিঁড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।

তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যসহ এলাকার মানুষ। পরে ব্লুমস বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবিরোধী সমাবেশ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, নিহত রবিউলের স্ত্রী উম্মে সালমাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :