বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার চার্জশুনানি পেছাল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১২:৪০
অ- অ+

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ১৩ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম নতুন এই তারিখ ধার্য করেন।

আজ মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির জন্য কারাগারে থাকা সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিব, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে উপস্থিত করা হয়।

এদিন আসামি নাঈম আশরাফের পক্ষে আইনজীবী এবিএম খায়রুল ইসলাম লিটন অব্যাহতির আবেদনের শুনানির জন্য প্রস্তুতি না নিতে পারায় সময় আবেদন করেন। অন্যান্য আসামিদের পক্ষে সময় আবেদন না থাকলেও আইনজীবীরা শুনানির সময় মৌখিকভাবে সময় আবেদন করেন। অন্যান্য আসামিদের মধ্যে সাদমান সাকিফ আদালতে আব্দুর রহমান হাওলাদারের মাধ্যমে স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করলে আদালত তা নথিজাত করার আদেশ দেন।

বাকি আসামিদের পক্ষে কাজী নজিবউল্লাহ হিরু, মাহবুবুর রহমান ও হেমায়েত উদ্দিন মোল্লা শুনানি করেন। শুনানির সময় প্রথমে ট্রাইব্যুনাল সময় দিতে না চাইলেও পরে ১৩ জুলাই পর্যন্ত সময় মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে ৯ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন।

গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেয়ার কথা বলেন বনানীর হোটেল রেইনট্রিতে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ৬মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলার পর গত ৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় সরাসরি ধর্ষণের অভিযোগ করা হয়। অপর আসামি সাফাতের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় ধর্ষণের সহযোগিতার অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে মোট ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রে দাখিল করা পাঁচ আসামিই কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রহমত আলী ছাড়া বাকি সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঢাকাটাইমস/৯জুলাই/আরজে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা