ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতায় মেহেন্দীগঞ্জে বহিষ্কার দুই

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ১৭:৪৩

মেহেন্দীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার বিকালে বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাইউম খান কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত দুজন হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শহীদুল ইসলাম ও ১৫নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন হাওলাদার।

১৩ জুলাই মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচনে ১নং আন্দারমানিক ও ১৫নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্দারমানিক ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করা আওয়ামী লীগ নেতা কাজী শহীদুল ইসলাম এবং জয়নগর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ নেতা মনির হোসেন হাওলাদারকে বহিষ্কার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আন্দারমানিক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন খোকন এবং জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেকান্দার আবু জাফর।

(ঢাকাটাইমস/৯জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :