দুপুরে সাকিব-ইমরুলের রেস্তোরাঁয় ক্রিকেটারদের লাঞ্চ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১০:০৫
অ- অ+

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে গতকাল মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। যথারীতি আজও অনুশীলন করবেন ক্রিকেটাররা। আজ লাঞ্চ বিরতিটা একটু অন্যভাবে কাটাবেন ক্রিকেটাররা।

দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের যৌথ উদ্যোগে তৈরি করা ‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হল’ এর।

এ সময় উপস্থিত থাকবেন ক্যাম্পে যুক্ত হওয়া ক্রিকেটাররা। সবাই সেখানে লাঞ্চ করবেন। এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এই রেস্টুরেন্টটির। এই রেস্টেুরেন্টটির অবস্থান হচ্ছে মিরপুর হযরত শাহ আলী মাজার রোডে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগারদের প্রাথমিক স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, তানভীর হায়দার, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, সাকলাইন সজিব, মুক্তার আলী, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা