জঙ্গি মোকাবিলায় পুলিশের আলাদা ইউনিট হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ২২:৩৪

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশের আলাদা ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানেরেএক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকারের নেয়া পদক্ষেপে দেশে আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে, আর দেশের মানুষ এর সুফল পাচ্ছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

নৌবাহিনীতে যোগ হওয়া দুটি সাবমেরিন সম্পর্কে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাবমেরিন দুটি নৌবাহিনীতে যুক্ত হওয়ায় প্রতিরক্ষাব্যবস্থা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আর তা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে উন্নত করেছে। সাবমেরিন কেনার বিষয়টি রাজনৈতিক ক্ষেত্রে বহির্বিশ্বে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বলে মনে করেন তিনি।

বর্তমান সরকার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমাদের সমন্বিত কার্যক্রম আগামী দিনে অব্যাহত থাকবে।’

ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা আমার কাছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়। মানুষের কল্যাণের জন্য যেকোনো অবস্থা মোকাবিলা করতে প্রস্তুত।’

(ঢাকাটাইমস/১২জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :