১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা বাংলালিংকের

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৭:৫৩ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৪:১১

থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল সার্ভিস প্রদানে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। আগামী তিন বছরের এই অর্থ বিনিয়োগ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ইভস সার্লিয়ার এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এই পর্যন্ত বাংলালিংক আড়াই শ কোটি ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে জাতীয় তহবিলে বাংলালিংকের অবদান দুইশ ৪০ কোটি ডলার।’

জন ইভস সার্লিয়া বলেন, ‘বাংলাদেশ সরকার ফোরজি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। এই নীতিমাল টেলিকম শিল্পের জন্য সহায়ক বলে মনে করছে বাংলালিংক। ফোরজি চালু হলে গ্রাহকরা উন্নত মানের ইন্টারনেট পরিসেবা পাবেন। ফলে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সহজতর হবে।’

জন ইভস সার্লিয়া জানান, বাংলাদেশে গত ১২ বছর ধরে টেলিকম প্রযুক্তির মাধ্যমে এ দেশের জীবন মানের পরিবর্তন এনেছে। এরই ধারাবাহিকতায় ভিওন বাংলাদেশে ফোরজি সেবা চালু করে ডিজিটাল অর্থনীতি ভূমিকা রাখতে চায়।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বার্হী কর্মকর্তা এরিক অস বলেন, ‘গ্রাহকদের জন্য দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করে আসছে বাংলালিংক। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট নিয়েও কাজ করছে। ফোরজি চালু হলে এই অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে।’

বাংলালিংকের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স আসিফ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলালিংক ও ভিওনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :