আশুলিয়ায় আরও তিন হাজার অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৮:১৯

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব থামেনি। তিতাসের অভিযানে আরও তিন হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একই স্থানে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার, চুলা ও দুই হাজার ফুট বিভিন্ন ব্যাসের নিম্নমানের জিআই পাইপ।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান এ ব্যাপারে অত্যন্ত হতাশাব্যঞ্জক মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ছয় মাস পূর্বে একই স্থানে অভিযান পরিচালনা করে সম্পূর্ণ পাইপ লাইন উচ্ছেদসহ অবৈধ সংযোগে ব্যবহৃত নানা উপকরণ জব্দ করেন। আজও এখানে অভিযান পরিচালনা করে প্রায় তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। পরিতাপের বিষয়, আবারো বেশ কিছু অসাধু লোকজন রাতের আঁধারে এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে আসছে।

প্রসঙ্গত, এই নিয়ে গত এক বছরে ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের নেতৃত্বেই এক লাখ ৫২ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয় প্রায় দুই লাখ ফুট নিম্নমানের বিভিন্ন ব্যাসের পাইপ।

(ঢাকাটাইমস/১৭জুলাই/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :