হাতিয়ায় সি-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১২:২৫ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১২:১৭
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যানঘাট-নলচিরা দুই রুটের দুটি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।

সূত্রে জানা গেছে, নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে যাত্রীদের যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসি এর চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মণি নামের দুটি সি-ট্রাক রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণক্ষমতা রয়েছে ৩০০ জন করে। প্রতিদিন দুইবার ঘাট থেকে ছেড়ে যায় সি-ট্রাক দুটি।

কিন্তু উপকূলে ৩ নাম্বার সর্তকতা সংকেত চলার কারণে ১৯ জুলাই বুধবার সকাল থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে এর মধ্যেও অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন ইঞ্জিনচালিত নৌকা, ট্রলার ও স্পিডবোটে।

সি-ট্রাক শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর ইংল্যান্ড মাস্টার আবু তাহের জানান, বৈরী আবহাওয়ার কারণে সি-ট্রাক বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল করবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :