শাহজালালে তিন কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৪:৫২

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৮৯৪ গ্রাম (প্রায় তিন কেজি) স্বর্ণসহ নুরুল হক নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি প্রিভেন্ট দল।

ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, রবিবার বেলা ১১টার দিকে নুরুল হক নামের এক যাত্রী শ্রীলঙ্কান এয়ার লাইন্সের ইউএল-১৮৯ জি নম্বর ফ্লাইটে মালয়েশিয়া থেকে শাহজালালে অবতরণ করেন।

নুরুল হক গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস হাউজের একটি প্রিভেন্ট দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশি করলে তার কোমরে স্বর্ণ লুকিয়ে বহনের অস্তিত্ব পাওয়া যায়। দুইটি হলুদ স্কসটেপে মোড়ানো বান্ডিল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের দুইটি, একশ গ্রাম ওজনের চারটি এবং ৪৯৮ গ্রামের দুই টুকরা স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে জানায় ওই সূত্রটি।

জিজ্ঞাসাবাসে নুরুল হক জানান, তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। গ্রামের বাড়িতে তার মুদি দোকান, বিউটি পার্লার এবং ডিশ ক্যাবলের ব্যবসা রয়েছে এবং এসব স্বর্ণ তিনি নিজেই অধিক মুনাফার লোভে ক্রয় করে নিয়ে এসেছেন।

তিনি কাস্টমসের চোখকে ফাঁকি দেয়ার উদ্দেশেই মালয়েশিয়া থেকে ঢাকার প্রতিদিন নয়টি সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও শ্রীলংকা ট্রানজিট নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :