টেকনাফে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৭, ১৬:২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় লবণের মাঠে অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।

রবিবার সকালে সাবরাং লাফারগুনা লবণের মাঠ থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম। তিনি খুদে বার্তায় বলেন, রবিবার সকালে সাবরাং লাফারগুনার লবণের মাঠ দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফে ঢুকছে এমন গোপন সংবাদের খবর পেয়ে বিজিবির হাবিলদার মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল একটি বিশেষ টিম লবণের মাঠে অবস্থান নেন। চারটি বস্তা মাথায় নিয়ে চার পাচারকারী হেঁটে আসছিল, এসময় বিজিবির উপস্থিতি টের বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তা থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১২ কোটি ৯০ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির সিও।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :