বঙ্গবন্ধুর দর্শনে এগিয়ে যাচ্ছে দেশ: বাদশা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১৫:৪৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, বঙ্গবন্ধু এমন এক জাতি জন্ম দিয়ে গেছেন, যে জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস রয়েছে। তিনি বাঙালি জাতিকে এমন দিক-দর্শন দিয়ে গেছেন, যে দিক-দর্শনের দিকে তাকিয়ে বাঙালি জাতি এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর দর্শনে দেশ এগিয়ে যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাদশা এসব কথা বলেন। জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য বাদশা বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের কয়েকটি ভাষণের মধ্যে অন্যতম। ৭ মার্চের ভাষণকে পৃথিবীর কয়েকটি ভাষণের সাথে তুলনা করা হয়। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুসরণ করতে হবে।’

বাদশা বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের প্রতি আমাদের যদি বিন্দুমাত্র ঋণ থেকে থাকে, তবে সে ঋণ লাঘব করতে হবে। বঙ্গবন্ধুর এই দেশ থেকে যারা লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে, তারা আলবদর-রাজাকারের চেয়ে কম শত্রু নয়। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের বিরুদ্ধে অনেক শত্রু রয়েছে। এখনো বাংলাদেশকে নতুন পাকিস্তান বানানো ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে আদর্শ দিয়ে রক্ষা করতে হবে।’

রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, জেলার পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁঞা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :