বিকেএসপি নিয়ে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সন্তুষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫০

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে অগ্রগামী দুই সদস্য বিশিষ্ট পরিদর্শক দল প্রস্তুতি ম্যাচের ভেন্যু দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলেও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে সাভারের বিকেএসপিতে ১ ও ৩ নং মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারোল এ কথা জানান। এ সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধানের সাথে অ্যান্টি-করাপশন প্রধান ফ্র্যাঙ্ক ডিয়ামসিস উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারোল বলেন, ‘মাঠ ও পিচের অবস্থা ভালো। সরকার ও বিসিবির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। আবহাওয়া অনুকূলে থাকলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের জন্য বিকেএসপি ভেন্যু উপযুক্ত’।

অস্ট্রেলিয়া পরিদর্শন টিমের সাথে বিসিবি ও বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/প্রতিনিধি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :