পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩১

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। যার ফলে অনেক জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আগামী বছর আরও বড় টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে বাবর আজমদের দেশ। তবে এবারও বেঁকে বসেছে ভারত, ফলে ১৯৯৬ সালের পর প্রথম কোনো আইসিসির ইভেন্ট আয়োজনেও তারা ঝামেলায় পড়েছে! ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানে। আগামী বছর পাকিস্তানে নতুন করে মাঠে গড়াচ্ছে নকআউট বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্ট যতই এগিয়ে আসছে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন পরিস্থিতি জটিল করে তুলছে।

গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান। ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলঙ্কার মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও নাকি একইভাবে হাইব্রিড মডেল দাবি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। সংস্থাটির বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমও একই খবর প্রকাশ করেছে।

এক যুগেরও বেশি সময় ধরে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতেই শুধু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে মুখোমুখি হতে দেখা যায়। তব গত কয়েকদিন থেকে ফের নিয়মিত ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চলছে। প্রথমে লাল বলে নিয়ইত টেস্ট সিরিজ আয়োজনের আহ্বান জানান ভারতের অধিনায়ক রোহিট শর্মা। তাকে সমর্থন জানান পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির মধ্যে নিয়মিত লড়াই দেখার রোমাঞ্চে ভাসা শুরু করেছিলেন সমর্থকরা।

সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে দিয়েছে আইএএনএসের প্রতিবেদন। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে সংস্থাটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি প্রতিবেদনে বলেছে, ‘দ্বিপাক্ষিক সিরিজের কথা রাখুন…টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না–ও যেতে পারে। ফলে খুব সম্ভবত টুর্নামেন্টের ভেন্যু বদলে যেতে পারে, সম্ভাবনা রয়েছে হাইব্রিড মডেল আনার।’

পাকিস্তানে খেলতে যেতে মেন ইন ব্লুদের আগে ভারতীয় সরকারের অনুমতি দরকার বলেও জানায় বিসিসিআইয়ের সেই সূত্র, ‘সেখানে ভ্রমণে ভারতীয় বোর্ডের সরকারি অনুমতি প্রয়োজন, বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও ওরকম ভালো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির ইভেন্ট, তাই এটি ভারতের জন্য খুব কঠিন সিদ্ধান্ত। সরকারের নির্দেশনা/গ্রিন সিগন্যাল ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এছাড়া অদূর ভবিষ্যতে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজেরও কোনো সম্ভাবনা দেখছি না।’

দীর্ঘ ১৭ বছর আগে দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে পাকিস্তান দলের ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল করা হয়। নিজেদের মধ্যে সিরিজ না খেললেও আইসিসি ও এসিসির টুর্নামেন্টে নিয়মিত মুখোমুখি হয়েছে এই দুই দল।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :