পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:০২
অ- অ+

বুকের ব্যথার কারণে গতকাল সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন সাবেক তারকা কার্লোস তেভেজ। বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। এরপর বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।

ফুটবল থেকে অবসরের পর পেশা হিসেবে কোচিংটাকে বেছে নিয়েছেন তেভেজ। বর্তমানে ইন্দিপেন্দিয়েন্তের কোচ তিনি। ক্লাবের পক্ষ থেকে তেভেজের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আজ বাসায় বিশ্রাম নেবেন তেভজ এবং আগামীকাল থেকে অনুশীলনে ফিরবেন।

বিবৃতিতে বলা হয়েছে, 'কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং আগামীকাল অনুশীলনে ফিরবেন।'

ঠিক কী কারণে তেভেজ বুকে ব্যথা অনুভব করেছিলেন, সেটি এখনও জানানো হয়নি।

গতকাল ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে বলা হয়েছিল, ‘বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, সেটার ফল সন্তোষজনক। আজ তার সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো শেষ হওয়ার আগপর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা