কিশোরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে তিন গ্রুপে বিভক্ত স্বেচ্ছাসেবক দল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৬:৪৪

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিবাদমান তিনটি গ্রুপের নেতৃত্বে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল আলম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি র‌্যালি গুরুদয়াল কলেজ থেকে শুরু হয়ে আখড়াবাজার মোড়ে পৌঁছালে মিছিলটিতে পুলিশ বাধা দেয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, সহপ্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, সহদপ্তর সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ। এর আগে কেক কেটে র‌্যালি উদ্বোধন করা হয়।

এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিনের সভাপতিত্বে একরামপুরে একটি আলোচনা সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, মাহবুবুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ, দেলোয়ার হোসেন দিলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারেকুজ্জামান পার্নেল প্রমুখ।

অপরদিকে স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে কেক কেটে র‌্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামান। বক্তব্য দেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন মিয়া, ফুরকান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :