বার্সেলোনায় সর্বইউরোপিয়ান আ.লীগের শোকর‌্যালি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ১৯:৩৬

স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সংহতি প্রকাশ করেছে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শামীম হকের নেতৃত্বে স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা হামলাস্থলে ফুল দিয়ে সংহতি প্রকাশ করেন।

এ সময় শামীম হক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্সের অবস্থান জানান।

বার্সেলোনার রামনা এলাকা থেকে আধ কিলোমিটারব্যাপী শোক র‌্যালিতে শামীম হকের পাশাপাশি স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, শফিকুর রহমান, খোরশেদ আলম বাদল, আলাউদ্দিন হক নেছা, জাহাঙ্গীর আলম, আনোয়ার চৌধুরী, কামরুল মাহমুদ, কাটালান আওয়ামী লীগের সহজ মোল্লা, বাবলা চৌধুরী, মনিকা বাবুল, আমীর হোসেন আমু, সালাউদ্দিন, শাহাব রহমানসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

স্পেনের ব্যস্ততম রাস্তা দিয়ে শোকর‌্যালি যাওয়ার সময় রাস্তার দু’পাশে অসংখ্য স্পেনীয় নাগরিক হাত নেড়ে বাংলাদেশিদের স্বাগত জানায়। এ সময় স্পেনিশ পুলিশ সংহতি র‌্যালিকে নিরাপত্তা দেয়।

সেখানে সন্ত্রাসী আক্রমনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের তোড়া দেন শামীম হক। নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে নিহতদের প্রতি সংহতি জানানো হয়েছে উল্লেখ করে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা শামীম হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উনার জিরো টলারেন্স বজায় রেখেছেন। সন্ত্রাসীদের কোনো দল বা ধর্ম নাই। তাদের দমনে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে কাজ করছে। বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসী আক্রমণের নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি।

প্রবাসী বাংলাদেশিদের যার যার কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে শামীম হক বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ভুমিকা রাখতে হবে।

গত ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে বার্সেলোনা শহরের এক ব্যস্ত এলাকায় দ্রুতগতিতে একটি ভ্যান চালিয়ে পথচারীদের পিষে দেয় এক আততায়ী৷ ফলে কমপক্ষে ১৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়৷

(ঢাকাটাইমস/২৫আগস্ট/কেকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :