ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে সৌম্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৭:২৫ | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১৭:১০

শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎই ধাক্কা খেল বাংলাদেশ। শেষ বিকালে অ্যাশটন আগারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে উসমান খাজার হাতে ধরা পড়েন সৌম্য সরকার। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

মিরপুর টেস্টে বাংলাদেশ এখন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪৫ রান। প্রথম ইনিংসে ৪৩ রানের লিডে ছিল মুশফিকুর রহিমরা।

গতকাল মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রবিবার সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ২৬০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। সাকিব-মিরাজের ঘূর্ণি জাদুতে ২১৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় তারা। ফলে, প্রথম ইনিংস শেষে ৪৩ রানের লিডে থাকে টাইগাররা। অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান ম্যাট রেনশ’র। ৪৫ রান করেছেন তিনি। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :