কাতারে ইত্তেহাদুল মুসলিমীনের ঈদ পুনর্মিলনী

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:১১

কাতারভিত্তিক সংগঠন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার কাতারের রাজধানী দোহায় ফানার মিলনায়তনে শায়েখ আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাতারে বাংলাদেশি আলেম উলামা, ইমাম ও খতিবদের সমন্বয়ে পরিচালিত মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের বার্ষিক এই অনুষ্ঠান প্রবাসীদের জন্য ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠান বলেও সুপরিচিত।

হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমাদের সভাপতিত্বে মাওলানা রেজাউল করীম ও শিল্পী মাসুদ কায়সারের পরিচালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান।

অনুষ্ঠানে তিন ভাষায় স্বাগত বক্তব্য দেন মাওলানা আব্দুল আউয়াল। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জসিমুদ্দিন ও অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আমানাত হসাইন। অনুষ্ঠানের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাওলানা মাহবুব আব্দুল মতিন ও মাওলানা মুফতি ইউসুফ।

সভাপতির বক্তব্যে মাওলানা ফরিদ আহমাদ বলেন, আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর কাজ করতে হবে। মানবসেবা, নির্যাতিত ভাই-বোনের পাশে দাঁড়ানো, সাধ্যমতে তাদের সাহায্য করাও আল্লাহর কাজ। দীনি সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও আল্লাহর কাজ। মুসলমানরা আজ পথহারা, আল্লাহ্ বিমুখ, জীবন পরিচালনায় সুন্নতি জীবনের বিপরীত স্রোতে নিমজ্জিত। আল্লাহর কাজ করলে, সুন্নতি জীবন যাপন করলে আল্লাহর নুসরত আসবেই। নির্যাতন নিপীড়ন বন্ধ হবে। নিজেদের ঐতিহ্য ফিরিয়ে পাবে।

তিনি মিয়ানমারের মুসলমানদের জন্য হাত তুলে দোয়া করলে মিলনায়তন ভর্তি হাজার হাজার দর্শক শ্রোতার মাঝে এক হৃদয় বিদারক কান্নায় রোল পড়ে যায়।

আলোচনায় অংশ নিয়ে মাওলানা মুশাহিদুর রাহমান বলেন, মসজিদুল আকসার আর্তনাদে আমাদের মন না কাঁদলেও ফিলিস্তিনের শিশুদের মন ঠিকই কাঁদে। ছোট ছয় বছরের শিশু মেয়ে তার মাকে বলে আমাকে বিয়ে দাও! আমি সন্তান নেব, সেই সন্তান মুজাহিদ হয়ে মসজিদুল আকসাকে উদ্ধার করবে। মসজিদুল আকসা উদ্ধার করতে কোনো মুসলমান আসবে না। আজ মুসলমানরা সম্পদ, ক্ষমতা আর দুনিয়ার চাকচিক্যের প্রতিযোগিতায় ব্যস্ত।

রোহিঙ্গা মুসলমানদের উপর রক্তপিপাসু বৌদ্ধদের বর্বর নির্যাতনের চিত্র উল্লেখ করে তিনি বার্মার মুসলমানদের প্রসঙ্গে বলেন, তাদের অত্যাচারের ছবি দেখে কোনো সুস্থ বিবেকবান মানুষ স্থির থাকতে পারবে না। হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে পারবে না।

তিনি বলেন, মুসলমানদের নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনতে, মসজিদুল আকসা উদ্ধার করতে অন্তরজুড়ে আল্লাহর বড়ত্বের স্থান দিতে হবে।

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দীর্ঘ ১০ বছর ধরে এ অনুষ্ঠান অত্যন্ত সুনামের সাথে করে আসছে। সেই সঙ্গে প্রবাসীদের পরিবার-পরিজনদের অংশগ্রহণে এমন অনুষ্ঠান প্রবাসজীবনে অনেক বিরল। মজলিসে ইত্যেহাদুল মুসলিমীন এ শূন্যতা কিছুটা হলেও পূরণ করছে বলে দাবি করেছেন এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সহ সভাপতি মাওলানা মুশাহিদুর রাহমান।

তিনি বলেন, উলামায়ে কেরামের মাঝে এমন কিছু প্রতিভাবান আলেম আছেন যারা সমাজের সর্বস্তরে ধর্মীয় আঙ্গিকে সমাজের ধর্মীয় চাহিদায় সবকাজই করতে পারদর্শী। তাদের কাজে লাগিয়ে প্রতিভার বিকাশ এবং অপসংস্কৃতির স্রোতের বিপরীতে ইসলামী সাংস্কৃতির ময়দান তৈরি করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ইসলামি সঙ্গীতের পাশাপাশি ছিল নাটক, কৌতুক, রম্য সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত এবং বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের নিয়ে কবিতা ও গল্প। সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তুলেন শিল্পী মাযহারুল ইসলাম, আব্দুর রহমান আইমান, নিয়াজ মুহাম্মাদ রিফাদ, মুহাম্মাদুল্লাহ মাইমুন, ফয়জুর রহমান ফাহিম, সাকিব আল মাহদি, মাসুদুর রহমান, মাসুদ কায়সার। আরবি সঙ্গীত গেয়েছেন, মুহাম্মাদুল্লাহ ফরীদ, সাইফুল্লাহ সিরাজ, আম্মার বিন ইয়ামিন, ইয়াহইয়া মুহিব্বুল্লাহ, আহমাদুল্লাহ ফরীদ, আলী আব্দুল হাফিজ, যায়েদ কামাল, উসামা আহসানুল্লাহ, মুহাম্মাদ মুহাম্মাদুল্লাহ ও সাআদ সিরাজ।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :