বরিশালে মেডিকেলে পাঁচ দালালকে জরিমানা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার অপরাধে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-৮।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করা হয়। আটককৃতরা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ভুল বুঝিয়ে মেডিকেল সংলগ্ন বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এছাড়া অফিস টাইমে চিকিৎসা দেয়ার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি দিতে ওষুধ লিখতে চিকিৎসকদের প্ররোচিত করারও অভিযোগ রয়েছে কারাদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে।

আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিচার করেন এবং এদের মধ্যে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের দালাল মো. বাপ্পীকেএক মাসের কারাদণ্ড, অপর একটি প্রতিষ্ঠানের দালালকে তিন মাসের কারাদণ্ড এবং ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. আকাশ, মো. রফিকুল ও আবুল কাশেম নামক তিনজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :