শ্রীপুরে খাদ্যে বিষক্রিয়ায় প্রাণ গেল যুবকের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৬

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নে লক্ষীপুর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় কিশোর কুমার সাধক নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরো পাঁচজন অসুস্থ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কিশোর কুমার উপজেলার লক্ষীপুর গ্রামের নিতাই নন্দ সাধকের ছেলে। তিনি রাজধানীর কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক সাকীব নাজমুল জানান, বৃহস্পতিবার বিকালে পূজার আনন্দে কিশোর কুমার তার ছয় বন্ধু মিলে গিধোরিয়া বৈরাগীর এলাকায় ঘুরতে বের হয়। এসময় তারা একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ফুচকা খেলে রাতে সবার ডায়রিয়া শুরু হয়। পরে তাদের মহাখালী কলেরা হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে কিশোর কুমার মারা যায়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :