নেত্রকোণায় সমাহিত হলেন শান্তিরক্ষী জাকিরুল

নেত্রকোণা প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ২৩:৪৯

আফ্রিকার দেশ মালিতে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স করপোরাল ইসলাম সোহাগের দাফন সম্পন্ন হয়েছে। এলাকার হাজারো মানুষ চোখের জলে তাকে বিদায় দিয়েছেন।

রবিবার সন্ব্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে জাকিরুলের দাফন সম্পন্ন হয় বলে জানান জাকিরুরের ভগ্নিপতি নজরুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা সদস্যরা লাশবাহী গাড়িতে করে জাকিরুলের মরদেহ নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে এসে পৌঁছায়। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের মাঠে জানাজর নামাজ অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জাকিরুল ইসলাম সোহাগকে সমাহিত করা হয়।

জানাজায় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খানসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।

গ্রামের সরকার বাড়ির সফির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম সোহাগ। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট জাকিরুল। ২০০১ সালে যোগ দেন সেনাবাহিনীতে। বিয়ে করেন ময়নসিংহের মেয়ে তামান্না সরকারকে। এরই মাঝে তিনি দুই পুত্র সন্তানের জনক হন। সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে হন ল্যান্স করপোরাল। চলতি বছরের মে মাসের ১৭ তারিখে বাংলাদেশ ছেড়ে যান আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রমে।

গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সেখানে দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে অন্য আরো দুই সহকর্মীর সাথে তিনিও নিহত হন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :