‘স্বাধীনতার’ ভোটে কাতালানদের জয়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১০:৩৮| আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১১:০০
অ- অ+

স্পেনের কাতালানে স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটে কাতালোনিয়ানরা জয়ী হয়েছে। কেন্দ্রীয় সরকার ও সাংবিধানিক আদালতকে উপেক্ষা করে পুলিশের বাধার মধ্যে রবিবার গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে বলে দাবি করেছেন কাতালান সভাপতি চার্লস পুজডেমন্ট।

স্পেনের সাংবিধানিক আদালত এই ভোটকে অবৈধ ঘোষণা করে। ভোটে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে শত শত কাতালোনিয়ান আহত হয়েছেন।

কাতালান সরকারের মুখপাত্র জরদি তুরুল বলেন, কাতালানে রবিবার মোট ভোট দিয়েছেন ৫৩ লাখ। এখন পর্যন্ত ২২ লাখ ব্যালট পেপার গণনা করা হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। পুলিশি বাধা না এলে ভোটদাতার সংখ্যা আরো বেশি হতো। সহিংসতার কারণে কমপক্ষে সাত লাখ ৭০ হাজার ভোটার ভোট দিতে আসেননি।

ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স জব্দ করে পুলিশ। এক টেলিভিশন ভাষণে চার্লস পুজডেমন্ট বলেন, আশা ও দুর্ভোগের এই দিনে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে।

তিনি বলেন, আমার সরকার কিছুদিনের মধ্যেই ভোটের ফলাফল কাতালান পার্লামেন্টে পাঠাবে। তবে ভোট শেষ হওয়ার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, অবৈধ ভোটে অংশ নিয়ে বোকার মতো কাজ করেছে কাতালোনিয়ানরা। তিনি এটাকে গণতন্ত্রের উপহাস বলে উল্লেখ করেছেন।

কাতালান সরকার বলছে, গণভোটে অংশ নেয়া কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় ৮ শতাধিক মানুষ আহত হয়েছে।

অপরদিকে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। ৯২টি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

কাতালান স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল তারা। এ দাবিতে গতকাল রোববার গণভোটের আয়োজন করে কাতালানের আঞ্চলিক সরকার। তবে স্পেন সরকার এই ভোট বন্ধের অঙ্গীকার করে। দেশটির সর্বোচ্চ আদালতও এই ভোটকে অবৈধ ঘোষণা করে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ গ্রেপ্তার
আরেকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসার পেল ডিবি: ইলিয়াসের পোস্ট
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২০
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা