বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৮:১২ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৪
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ‘র গুলিতে নিহত বাংলাদেশি বুলবুলের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার সকালে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ-মথুরাপুর মাঠের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বুলবুল প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী জামালপুর গ্রামের মোবারক মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বুলবুলসহ ৬/৭ জন জামালপুর সীমানা সংলগ্ন ১৫২/১৩ (এস) পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বুলবুল গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের সীমানায় নিয়ে এসে গোপনে চিকিৎসা করায়।

সোমবার ভোরে বুলবুল মারা গেলে তাকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ-মথুরাপুর মাঠের মধ্যে ফেলে রাখা হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের জামালপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, ভারতের ভু-খণ্ডের অভ্যন্তরে এক বাংলাদেশি বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, গত শনিবার সীমান্ত এলাকায় বিএসএফ‘র গুলিতে তার মৃত্য হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :