রোহিঙ্গাদের ধীরে ধীরে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৩৯ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৩৫

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে যেসব নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদের শনাক্ত করার কাজ চলছে। পরবর্তী সময়ে তাদেরকে ধীরে ধীরে মিয়ানমারে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রেহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জনিয়ার্সে (আইডিইবি) সংগঠনটির তিন দিনব্যাপী ৪০ তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমান সরকারের প্রতিনিধি বাংলাদেশে এসে বলে গিয়েছেন যারা এই দেশে রোহিঙ্গা হিসেবে প্রবেশ করেছে তাদের শনাক্ত করে রাখার জন্য। আমরা তাই তাদের শনাক্ত করছি এবং তাদেরকে পরিচয়পত্র দিয়ে দিচ্ছি। এতে ভবিষ্যতে তাদেরকে সেই দেশে পাঠানো সহজ হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অংশীদারিত্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ সত্যিই অনস্বীকার্য। তারাও বিভিন্নভাবে কাজের সহযোগিতা করে দেশকে উন্নয়নের সড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি আজ প্লানেট অব ফিফটি ফিফটি উপাধিতে ভূষিত হয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা ও জ্ঞান ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। তাই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে এই সরকার।’

এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন মন্ত্রী। তিন দিনব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৪০তম জাতীয় কাউন্সিল সুন্দর ও সফলভাবে শেষ হয় সে আশাবাদও ব্যক্ত করেন মন্ত্রী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহমান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ কে এম এ হামিদ।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :