নেদারল্যান্ডে ফেব্রুয়ারির আগেই হচ্ছে শহীদ মিনার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:৫১

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আগামী ২১ ফেব্রুয়ারির আগেই নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় হেগের সবুজ ও সুবিশাল জাউদার পার্কে শহীদ মিনারের জন্য একটি স্থান বরাদ্দ করে নগর কর্তৃপক্ষ গত বুধবার দূতাবাসকে চিঠি দিয়েছে। ফলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নেদারল্যান্ডসে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে।

শান্তি ও সুবিচারের শহর হিসেবে পরিচিত দ্য হেগে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য বাংলাদেশ দূতাবাস নগর কর্তৃপক্ষের কাছে দুই বছর আগে আবেদন করে। পরবর্তীতে দূতাবাস নগর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। এছাড়া মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের মর্মবাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিগত বছরগুলোতে হেগে আন্তর্জাতিক পরিসরে মাতৃভাষা দিবস পালন একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবিকে জোরালো করে। এর প্রেক্ষিতে দ্য হেগের মেয়রের নেতৃত্বে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি সর্বসম্মতিক্রমে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রস্তাব অনুমোদন করে। এখন পরিবেশগত নিয়মাবলী পালন সাপেক্ষে শহীদ মিনারটি নির্মাণ করতে হবে।

নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেদনকে সর্বজনীন করার ক্ষেত্রে দ্য হেগের মতো একটি শহরে শহীদ মিনার নির্মিত হলে তা বিশ্বের অন্যান্য শহর, যারা ঐক্য ও বৈচিত্র্যকে সমর্থন করে তাদের জন্যও হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :