ভোলায় দুর্যোগ মোকাবেলায় কিশোর সমাবেশ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:২১

ভোলায় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোর-কিশোরীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আয়োজনে ভিটুআর প্রকল্পের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই সমাবেশ হয়।সমাবেশে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশের শুরুতে শেয়ারিং ইভেন্ট অফ ইযুথ পিয়ার গ্রুপ শিরোনামে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতায় পাঁচ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ীরা হলেন- প্রথম আলো ট্রাস্ট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আরজু বেগম ও ৭ম শ্রেণির ছাত্রী লিমা বেগম, মেদুয়া বাইতুন নুর দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান নাজমা, কাচিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. আল আমিন, খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ঋতু হাসান।

সমাবেশে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শংকর কুমার পাল।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :