ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১০:০৩
ফাইল ছবি

টানা বৃষ্টিতে পাবনার চাটমোহরে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের অদূরে ২১ নম্বর রেলব্রিজে এ ঘটনা ঘটে।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, টানা বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে গেছে।আজ সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ওই রুটের একটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় করে চাটমোহর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ও মেইল ট্রেনটি আটকা পড়েছে বলে জানান তিনি।

রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিন জানান, মেরামতের কাজ চলছে, দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :