যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ধীরে চলছে গাড়ি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১৭:৫৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়াসহ আশপাশের এলাকাজুড়ে বৃহস্পতিবার দিনভর যানজটের কারণে থেমে থেমে গাড়ি চলছে। মহাসড়কের মেঘনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়াসহ সাপ্তাহিক ছুটির আগের দিন মহাসড়কে যে কোন সময়ের তুলনায় যানবাহন চলাচলের চাপ কয়েকগুণ বেড়েছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন মহাসড়ক এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত (বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা) থেমে থেমে যানজট অব্যহত ছিল।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মুহাম্মাদ সাইফুর রহমান জানান, আমরা যানজট নিরসনে চেষ্টা করছি।

বৃহস্পতিবার দুপুরে মেঘনা সেতুর পূর্বঢালে জামালদী এলাকায় আটকে থাকা একটি ট্রাকচালক সুরুজ মিয়া জানান, গন্তব্যে পৌঁছতে স্বাভাবিক সময়ের তুলনায় তিন ঘণ্টা বেশি অতিবাহিত হলো এখনো মেঘনা সেতু পার হতে পারিনি।

কুমিল্লা থেকে রওয়ানা দেয়া যাত্রী তরিকুর রহমান বলেন, কুমিল্লার দাউদকান্দি থেকে রওয়ানা হয়ে দুই ঘণ্টায় মেঘনা সেতুর পূর্ব ঢালে আটকে আছে গাড়ি। কখন ঢাকা পৌছব?

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :