রামগঞ্জে প্রতিবন্ধীর বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ২১:১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিক্রি ও চুরিতে বাধা দেয়ায় মাসরুর হোসেন নামে এক প্রতিবন্ধীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের জিগির মিয়া ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবন্ধীর ভাই মো. জহির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

স্থানীয়রা বলছে, উপজেলার আতাকরা গ্রামের সুলতান মান্না হোসেন, মামুন হোসেন, সোহেল, পারভেজ হোসেনসহ ৮/৯ জনের একটি গ্রুপ দীর্ঘদিন থেকে আতাকরা, বাইসিন্দুর, জিননুরাইন মাদ্রাসা এলাকায় চুরি ও মাদক বিক্রি করে আসছে। বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মাসরুর এসবের প্রতিবাদ করায় সকালে তার বসতঘরে কেউ না থাকায় খালি পেয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় বাড়ির লোকজন দূর থেকে ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে প্রতিবন্ধীর মাদ্রাসা পড়ুয়া ছেলে ও মেয়ের বই, জমির দলিল, জন্ম সনদ, আইডি কার্ড ও নগদ টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে চাই হয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :