ঘুষ নেয়ায় ফরিদপুর ডিসি অফিসের দুই কর্মচারীর কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি (এই সময়), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ২৩:৩৯

ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার দুই কর্মচারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, সালতা উপজেলার সালতা-ফরিদপুর সড়কের বর্ধিত অংশের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই সহদর ইউনুস মোল্লা ও ইব্রাহিম মোল্লার কাছ থেকে ঘুষ দাবি করেন ওই দুই কর্মচারী। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে শহরের ঝিলটুলী এলাকার পানি ট্যাংকের মোড়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান। এ সময় ৩ লাখ টাকা জব্দ করা হয়।

পরে আটকৃকতদের ঘুষ নেওয়ার অপরাধে দুজনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিয়ার রহমান জানান, দুই সার্ভেয়ারকে নগদ তিন লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এঁর ১৭১ (ঙ) ধারায় দুইজনের প্রত্যেকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। আটকৃত দুই জনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :