খাগড়াছড়িতে মেয়রসহ আ.লীগের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৫৪ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৫০

খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর সভার মেয়র মো. রফিকুল আলমসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আজ বুধবার খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলমসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং আরো দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের নেতা মো. বেলাল হোসেনের ওপর হামলার জের ধরে মঙ্গলবার খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৭ জন আহত হন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন লাঞ্ছিত হন।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/ প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :