ফরিদপুরে সমবায় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ১৬:৪৪

‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে। এছাড়া জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকাল ১০ টায় কবি জসীম উদ্দীন হলে জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নঈম মো. আব্দুছ ছবুর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. জামাল পাশা, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কোতয়ালী থানা শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর আলী খান ও দেশ সেন্ট্রাল কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি মো. ইউনুস সিকদার।

আলেচনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আখিরুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মিল্ক ভিটার স্থানীয় কো-অর্ডিনেটর এস এম সরওয়ার হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রউচ উদ্দিন সোহেল, ডোমরাকান্দি মানব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সুরভী সমবায় সমিতির সভাপতি আফরোজা ইয়াসমিন, প্রতীক মহিলা সমবায় সমিতির সভাপতি আলেয়া বেগম প্রমুখ।

সভায় আর্থ সামাজিক উন্নয়নে অবদানের জন্য সফল সমবায় ও সমিতিকে পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এসবি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :