কামরাঙ্গীরচরে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১০:২৫ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১০:২০

রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম লিপি আক্তার (২৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধ লিপির দুলাভাই মহিউদ্দিন জানান, লিপি কামরাঙ্গীরচরের আলীনগরের একটি বাড়িতে শ্বশুর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্বামী জাহাঙ্গীর হোসেন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে লিপি তার কাছে জানায়। পরে তাকে দগ্ধ অবস্থায় রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

মহিউদ্দিন আরও বলেন, লিপির বাবা-মা কেউ বেঁচে নেই। সে আমার বাসায় থেকেই বড় হয়েছে। প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবেই জাহাঙ্গীরের সঙ্গে লিপির বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের কারণে বিভিন্ন সময়ে লিপিতে মারধর করত। লিপির শাশুড়ি সালমা বেগম ও তার ননদের ইন্ধনেই তার শরীরে আগুন দেয়া হয়েছে বলে মহিউদ্দিন অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লিপিকে বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :