নির্বাচনে না এলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৬:৪৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সংবিধানে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হওয়ার কথা উল্লেখ রয়েছে, তাই সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। নির্বাচনে না এলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।’

শনিবার সকালে শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌপথে ক্যাপিটাল ডেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়ে বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কারণ তাদের নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই।’

ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি’র বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ সরকারের আমলে এক হাজার ৩০০ নৌপথ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২১টি ড্রেজারসহ আরও ২০টি ড্রেজার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ৩৮ বছরের ২০টি ফেরি নির্মাণ হলেও খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় একটা ফেরিও কিনেননি। কিন্তু বর্তমান সরকারের মেয়াদে ১৭টি ফেরি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :