পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ঢেউটিন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

গত জুনে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি পৌরসভার ৯ ও ৬ নং ওয়ার্ডের সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে দুই বান করে ঢেউটিন দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পুগোবেল। এতে আর্থিক সহায়তা দেয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।

সোমবার সকালে রাঙামাটি শহরের রাঙাপানী এলাকায় টেকনিক্যাল পাড়া এসব ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৯নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু। এ সময় পুগোবেলের নির্বাহী পরিচালক শান্তি পদ চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুগোবেল নির্বাহী পরিচালক বলেন, পাহাড় ধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে পরিবারের স্বজন হারিয়েছেন। কিন্তু স্বল্প অর্থে সবাইকে ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। হাতে যে পরিমাণ অর্থ আছে সেগুলো বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় ১২০ জন মারা যায়। আহত হয় দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় তিন হাজারের বেশি পরিবার।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :