গাইবান্ধায় পৌর কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:০৯

গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের এক দফা দাবিতে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত ছিল।

পৌর কর্মচারী সংসদের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। এ কর্মবিরতি পালন করা হয়।

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আব্দুল আহাদ, আব্দুর রহিম আকন্দ, রায়হান মিয়া, আবুল কালাম, দিতি চৌধুরী, মাকছুদা আক্তার, লাভলু মিয়া প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :